হাইকোর্টে হলফনামা নিয়ে শুনানি, মমতা বন্দ্যোপাধ্যায়ে আর্জিকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

ডেস্ক : নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আর্জিকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। তাঁদের হলফনামা জমা না নেওয়া সংক্রান্ত মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দেয়, হলফনামা দাখিলের জন্য ২৮ জুনের মধ্যে তাঁদের আবেদন জানাতে হবে হাইকোর্টে।

এর পাশাপাশি ২৭ জুনের মধ্যে সিবিআই সহ সব পক্ষকেই অগ্রিম আবেদনের অনুলিপি দিতে হবে। সেই আবেদনের জবাব দেওয়ার জন্য সিবিআইকে স্বাধীনতা দিয়েছে আদালত।

আগামী ২৯ জুন হাইকোর্টে নারদ মামলার শুনানি রয়েছে।

১৭ মে নারদ মামলায় চার নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। ওই দিন সিবিআইয়ের অফিস নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। মুখ্যমন্ত্রী সিবিআই অফিসে পৌঁছে যান।

অন্যদিকে, শুনানি চলাকালে আদালতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। এ জন্য এই মামলায় মলয় ঘটক ও মুখ্যমন্ত্রীকে পক্ষ করেছে আদালত।

গ্রেফতারের দিন নিজেদের ভূমিকা নিয়ে গত ৯ জুন হাইকোর্টে হলফনামা জমা করার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু হাইকোর্ট এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা নিতে অস্বীকার করে।

হাইকোর্ট বলে, এক পক্ষের সওয়াল শেষ হওয়ার পর নতুন করে ওই হলফনামা জমা নিলে তার উপর আবার আলোচনা হবে। হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী।

নারদ মামলা সংক্রান্ত সব আপডেট পড়তে এখানে ক্লিক করুন

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক