নবান্নের প্যাড জাল, পুর অফিসার পরিচয়ে ওষুধ কেনা, দেবাঞ্জনের আরও প্রতারণার রহস্য ফাঁস

ডেস্ক : দু’ দফায় মেহেতা বিল্ডিংয়ের একটি ওষুধের দোকান থেকে ভুয়ো ভ্যাকসিন ও ইঞ্জেকশন কিনেছিল দেবাঞ্জন দেব। এখনও টাকা বকেয়া রয়েছে বলে দাবি দোকান মালিকের।

পুর অফিসার পরিচয়েই মেহতা বিল্ডিং থেকে ইঞ্জেকশন কেনে অভিযুক্ত। পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কবে ওই দোকানে গিয়েছিল দেবাঞ্জন তা জানার চেষ্টা চলছে।

পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে মেহেতা বিল্ডিংয়ের ওই দোকান থেকে ইঞ্জেকশন কিনেছিল দেবাঞ্জন। এ জন্য সে ভুয়ো কাগজপত্র বানায় বলে পুলিশ জানিয়েছে।

ওই দোকানের মালিক সঞ্জয় কুমার মুকিম এবিপি আনন্দকে জানিয়েছেন, ‘‘দুবার ইঞ্জেকশন কিনেছিল। ২২ হাজার টাকা দিয়েছিল। এখনও ৫৫ হাজার টাকা পাই।’’

নবান্নের প্যাড জাল করে নিয়োগের বিজ্ঞপ্তি

নবান্নের প্যাড জাল করে ‘স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের নামে বিজ্ঞপ্তি দেয় দেবাঞ্জন দেব। নিজের নিরাপত্তার জন্য অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসারকে সে নিয়োগ করে। নবান্নের প্যাড জাল করে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বলে অভিযোগ।

তার এই বিজ্ঞপ্তিতে প্রতারিত হয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার জাতীয় স্তরের প্রাক্তন সাঁতারু।

এ সংক্রান্ত আগের খবর পড়ুন

‘ভুয়ো’টিকাকরণের তদন্তে এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার