ইমনকল্যাণ সেন: সোমবার কলকাতার রাজপথে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ‘সংহতি যাত্রা’ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিছিল শেষে পার্ক সার্কাসে সভাস্থলে পৌঁছে বক্তৃতাও করেন তিনি।
দুপুরে কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা। আরতি করে পৌঁছন হাজরা মোড়। সেখান থেকে শুরু হয় যাত্রা। মমতার পাশে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। পিছনে ছিলেন অভিষেক-সহ তৃণমূলের শীর্ষনেতারা।
‘সংহতি যাত্রা’য় হাঁটছেন মুখ্যমন্ত্রী। ছবি: সঞ্জয় হাজরা
এ দিনই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের বিশিষ্টেরা। এই আবহে কলকাতায় ‘সংহতি যাত্রা’ মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘আমাদের সাহস আছে। আজ তো আমরা মিছিল করলাম। সাহস দেখলাম। এতগুলো রাজনৈতিক দল আছে। কে কী সাহস দেখাল? আমরা তো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার… সব ধর্মীয় স্থানে গিয়েছি। আমরা চাই হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, সবাই একসঙ্গে ভাইয়ে-ভাইয়ে মিলেমিশে থাকুক।’
মমতা বলেন, ‘ভোটের আগে ধর্মে উসকানি দেওয়া হচ্ছে। বাংলার মানুষ সংস্কৃতিবান, সভ্যতার পাদপ্রদীপ। বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে, সর্বধর্ম সমন্বয়কে বাঁচাতে হলে, সব ধর্মের মানুষকে বাঁচাতে হলে, বাংলাকেই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তাতেই দেশ বাঁচবে, সর্বধর্ম বাঁচবে, রামকৃষ্ণ বাঁচবেন, বিবেকানন্দ বাঁচবেন, সবধর্মের মানুষ বাঁচবেন’।
মুখ্যমন্ত্রী বলেন, ‘জয় বাংলা, জয় সম্প্রীতি। সব ধর্ম ভাই ভাই। দেশকে ভাগ করতে দেব না। আমরা শান্তি চাই।’