চিনে ৭.২ মাত্রার ভূমিকম্পের পর শক্তিশালী কম্পন দিল্লিতে

নয়াদিল্লি: সোমবার রাতে দিল্লি এবং এনসিআর অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। চিনের জিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তারই জেরে কম্পন দিল্লিতে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।

সোমবার রাতে জোরাল কম্পন অনুভূত হয় রাজধানী দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায়। জানা গিয়েছে, চিনের জিনঝিয়াং প্রদেশ এবং কিরগিজস্তান সীমান্তে হওয়া জোরাল ভূমিকম্পের ধাক্কাতেই কেঁপে উঠেছে দিল্লি এবং সংলগ্ন এলাকা। তবে কম্পনের জেরে প্রবল আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি বা এনসিএস-এর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ভারতীয় সময় রাত ১১.৩৯ মিনিটে চিনের দক্ষিণ জিনজিয়াংয়ে জোরাল ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মাটি থেকে ৮০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের