কলকাতা: আলু রপ্তানি নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের প্রয়োজন আগে মেটাতে হবে, তারপরই রপ্তানি করা যাবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “আগে বাংলা পাবে, তার পর বাকিরা।”
সম্প্রতি রাজ্য থেকে ভিনরাজ্যে আলু রপ্তানির কারণে বাজারে আলুর দাম হু হু করে বাড়ছে। এতে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, রাজ্যের চাহিদা মেটানোর আগেই তাঁকে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে, যা তিনি কোনোভাবেই মেনে নেবেন না।
এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্স দ্রুত পদক্ষেপ নেয়। এদিন বিধানসভায় তিনি বলেন, “আমাদের রাজ্যে আলুর দাম বাড়লে আমরা কিনে সুফল বাংলায় সরবরাহ করি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থে বাইরে আলু পাঠাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।”
পেঁয়াজ নিয়েও একই অভিযোগ তুলেছেন মমতা। তিনি জানান, বাংলায় উৎপাদিত পেঁয়াজের ৭৫ শতাংশ রাজ্যের চাহিদা মেটানোর জন্যই ব্যবহার করা উচিত। কিন্তু তাতেও রপ্তানি হচ্ছে, ফলে বাজারে দাম বেড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, “বাংলার স্বার্থই সবার আগে। আমাদের রাজ্যের চাহিদা মিটলে তবেই বাইরে পণ্য রপ্তানি করা যাবে।”