কলকাতা: অবশেষে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বিধানসভায় ছয় তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল। রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর মুখ্যমন্ত্রী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান।
নৈহাটি, হাড়োয়া, মাদারিহাট, সিতাই, তালড্যাংরা এবং মেদিনীপুর উপনির্বাচনে জয়ী ছয় তৃণমূল বিধায়ক এদিন শপথ নেন। প্রথমে শপথ নেন সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়, এরপর একে একে জয়প্রকাশ টোপ্পো, রবিউল ইসলাম, সনৎ দে, সুজয় হাজরা এবং ফাল্গুনী সিংহবাবু শপথ বাক্য পাঠ করেন।
এর আগে শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের সঙ্গে মতবিরোধ তুঙ্গে উঠেছিল। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এদিন নির্ধারিত সময়েই বিধানসভায় আসেন রাজ্যপাল।
অন্যদিকে, বিজেপি এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সমালোচনা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্কের বরফ কিছুটা গলতে পারে এই সৌজন্যমূলক সাক্ষাৎ দিয়ে।