ডেস্ক: অনেকটা সুস্থ আছেন মুখ্যমন্ত্রী, আজই ছাড়া পেতে পারেন হাসপাতাল থেকে। জানা গিয়েছে, শুক্রবার বাড়িতে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে জানান, ছুটি দেওয়া যেতে পারে। তবে বাড়ি ফিরেও চিকিৎসাধীন থাকতে হবে তাঁকে। বিশ্রামে থাকতে হবে হাসপাতালেরই মতো। পা ফেলে আপাতত হাঁটা যাবে না।
ইতিমধ্যেই নাকি তাঁর পায়ের প্লাস্টার কাটা হয়েছে। মমতার ব্যথা ফোলা অনেকটাই কমে গিয়েছে। শুক্রবার দুপুরে এমনই খবর মিলেছে এসএসকেএম হাসপাতাল সূত্রে।
আরও পড়ুন: মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু
তবে চিকিৎসকরা জানিয়েছেন, বাড়ি ফিরলেও আপাতত বিশ্রামে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। বাড়িতেই চলবে চিকিৎসা। চলাফেরা করতে হবে হুইল চেয়ারে করে। জানা গিয়েছে, সন্ধে ৬টা নাগাদ এসএসকেএম থেকে ছাড়া পেতে পারেন মুখ্যমন্ত্রী।