ডেস্ক: নন্দীগ্রামে আহত মমতা, কালো কাপড় বেঁধে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন , সৌগত রায় , শতাব্দী রায় , কাকলি ঘোষ দস্তিদার , শান্তনু সেন । তাঁরা নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেন।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার পরই নিরাপত্তায় গাফিলতি নিয়ে গতকাল প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই মর্মে কলকাতার নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ জানাতেই আজ দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।
আরও পড়ুন: মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু
উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ডিজি, এডিজিকে পরিকল্পিতভাবে সরানো হয়েছে। আগেই এই হামলার আশঙ্কা করা হচ্ছিল।
কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বেরিয়েএসে সৌগত বলেন,’ মমতার আহত হওয়ার পিছনে চক্র রয়েছে। দিলীপ ঘোষ হামলার ইঙ্গিত দিয়েছিলেন। ব্রিগেডে সভায় মোদি বলেছিলেন নন্দীগ্রামে মমতার স্কুটার পড়ে যাবে।’ তিনি বলেছেন, কমিশনের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে।