মমতা ‘বহিরাগত’ বিতর্কিত মন্তব্য KLO সুপ্রিমোর, UAPA ধারায় মামলা দায়ের

ডেস্ক: মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও–এর প্রধান জীবন সিং। এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘ওয়েব আড্ডা’। এই ভিডিয়ো বার্তার প্রেক্ষিতেই এবার কেএলও প্রধানের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করল রাজ্য সরকার।


গোপন ডেরা থেকে প্রকাশ করা ভিডিওতে তাঁর বক্তব্য, ‘ভারত স্বাধীন হওয়ার আগে এবং পরে কোচ সাম্রাজ্য স্বাধীন রাজ্য ছিল। পরে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় এই ভূমি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সেখানকার ভয়ঙ্কর পরিস্থিতির জেরে পূর্ব বঙ্গের বাঙালিরা এই ভূমিতে আশ্রয় নিয়েছিলেন।’ একইসঙ্গে ভিডিয়োটিতে তাঁকে বলতে শোনা গিয়েছে, পৃথক রাজ্য গড়া হলে বহিরাগত সরকারের নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে। এই বক্তব্য পেশ করে জীবন সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাংলাভাগের তত্ব একেবারেই সঠিক নয়। 

আরও পড়ুন: মমতার দিল্লি সফরের আগে ঐক্যের বার্তা, ইস্যুতে অভিষেকের পাশে কংগ্রেস


পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে জীবন সিংহ মায়ানমারের আশেপাশে রয়েছেন। তাঁর অবস্থান জানতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওর সূত্র ধরে আইপি অ্যাড্রেস খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। UAPA ধারায় মামলা দায়ের করে সেই তদন্তও শুরু হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন