‘মোদীজির কাছে হাতজোড় করতে যাচ্ছেন’, মমতার দিল্লির সফর নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

ডেস্ক:  দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আর তার আগে ফের মমতাকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ, রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রীকে গিয়ে উনি বলবেন আমাকে সাহায্য করুন।’


তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের যে আর্থিক অবস্থা আর ভুয়ো আইএএস এবং আইপিএসদের নিয়ে যেভাবে কেলেঙ্কারি হয়েছে, আর দুর্নীতি বেড়েছে, তাতে আর সরকার চালানোর মতো পরিস্থিতি নেই। তিনি (মমতা) মোদীজির কাছে হাতজোড় করতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গিয়ে বলবেন, আমি আর পারছিনা। সাহায্য করুন। হাতে পায়ে ধরার চেষ্টা করছেন।


২০২৪-কে সামনে রেখে বিরোধীদের মুখ হতে চলেছেন মমতাই! এদিন এ প্রসঙ্গেই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ”সে তো ২০১৯ সালেও করেছিলেন সবার সঙ্গে বৈঠক করেছিলেন, জনসভা করেছিলেন ব্রিগেডে। তাতে  ফল কী হয়েছে। এবারেও বুঝতে পেরেছেন যে বাকি বিরোধীরা সবাই পরিস্কার করেছেন তাদের অবস্থান। ওনার পার্টিতে খুনো খুনি শুরু হয়ছে, ২০২৪ এ ভোট লড়তে পারবেন কি না সন্দেহ আছে।” 

আরও পড়ুন: মমতা ‘বহিরাগত’ বিতর্কিত মন্তব্য KLO সুপ্রিমোর, UAPA ধারায় মামলা দায়ের


দিল্লি সফরের আগেই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ”মুখ তৈরি করা পশ্চিমবঙ্গের একটা বাতিক, জ্যোতি বাবু কেও মুখ করার চেষ্টা করা হত, উনি চলে গেছেন। সিপিআইএম, সিপিআই এখন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রমোশন চাইছেন। কিন্তু মানুষ ওনা কে হারিয়ে দিয়েছে এটা ওনার বোঝা উচিত।”


যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে গুরুত্ব দিতে রাজি নয় গেরুয়া শিবির। কটাক্ষ করে বিজেপির তরফে বলা হয়েছে, এর আগে অসম এবং দিল্লিতে প্রার্থী দিয়ে জমানত জব্দ হয়েছিল তৃণমূল প্রার্থীদের। আর এবার তিনি যেসব বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে চলেছেন, নিজেদের রাজ্যেই তাঁদের প্রাসঙ্গিকতা নেই।

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?