রিটার্নিং অফিসারকে হুমকি, নন্দীগ্রামের গণনায় কারচুপির অভিযোগ মমতার

ডেস্ক: নন্দীগ্রামের গণনায়  কারচুপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রিটার্নিং অফিসারকে হুমকিও দেওয়া হচ্ছে। একটি এসএমএস দেখিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। রিটার্নিং অফিসারের প্রাণনাশের আশঙ্কা করছেন তিনি।


ওই এসএমএস পাঠ করে শোনানো হয় সাংবাদিকদের। ওই এসএমএসে বলা হয়েছে,’প্লিজ সেভ মি। আমার কাছে আত্মহত্যা ছাড়া বিকল্প নেই। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমার ছোট মেয়ে রয়েছে।’         


মমতা বলেন,”বুঝতে পারছেন কী হয়েছে! সব জায়গায় এক ফল আর একটা জায়গায় হঠাৎ ৮ হাজার ভোট হয়ে গেল জিরো। ৪ ঘণ্টা সার্ভার ডাউন করে রেখে দিয়েছিল। ৪০ মিনিট লোডশেডিং করে রেখেছিল। মেশিন পাল্টেছে। অনেক কিছু করেছে। ভয়ের কী আছে? অফিসিয়ালি কেউ পুনর্গণনা চাইতে পারে। নির্বাচন কমিশন দিল না কেন? সাংঘাতিক কথা দেখেছেন। মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করানো হচ্ছে রিটার্নিং অফিসারকে।”   

আরও পড়ুন: পাঁচ মে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়


একজন  রিটার্নিং অফিসার বলছেন ‘আমি যদি পুনর্গণনার নির্দেশ দিই..তাহলে আমার প্রাণ সংশয় হতে পারে’। মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। আমরা আদালতে যাব।নন্দীগ্রামে কীরকম ভোটগ্রহণ হচ্ছিল সবাই দেখেছে। দুজন পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষক সেখানে ছিল। মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, আদালতের ওপর ভরসা আছে।’

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের