কলকাতা: বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনার প্রেক্ষিতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি স্পষ্ট করেন, যেকোনও ধর্মের উপর আক্রমণের নিন্দা করেন তিনি। তবে আন্তর্জাতিক বিষয়ে হস্তক্ষেপ করা রাজ্যের কাজ নয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “যেকোনও ধর্মের উপর আক্রমণ আমরা নিন্দা করি। ইতিমধ্যেই আমি এই রাজ্যের ইসকন প্রধানের সঙ্গে দু’বার কথা বলেছি। কিন্তু এটি আন্তর্জাতিক বিষয়। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মেনে চলতে বাধ্য।”
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকালএকই সুরে বলেন, “আন্তর্জাতিক বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানাতে পারি না। তবে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার চিন্ময় কৃষ্ণ দাসকে “রাষ্ট্রদ্রোহিতার” অভিযোগে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তাঁকে আটক করে বাংলাদেশ পুলিশ। পুণ্ডরিক ধাম বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ইসকনের প্রধান কেন্দ্রগুলির মধ্যে একটি।
চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে একাধিক মিছিল ও প্রতিবাদ সংগঠিত করছিলেন। তাঁর গ্রেফতারির পর বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকার শাহবাগে বিক্ষোভ শুরু হয়। পুলিশের লাঠিচার্জে উত্তেজনা আরও বাড়ে।
বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে সরব হয়েছিল রাজ্যের বিজেপি নেতৃত্ব। কিন্তু বৃহস্পতিবার বিধানসভায় মমতা স্পষ্ট জানান, আন্তর্জাতিক বিষয়ে রাজ্যের ভূমিকা সীমিত। “অন্য দেশের বিষয় নিয়ে মন্তব্য করার অধিকার আমাদের নেই,” বলে তিনি স্পষ্ট করেন।
এই ঘটনার প্রভাব দুই বাংলাতেই পড়েছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানা হবে।