রাঁচি: বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ১৪তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত সোরেন। রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার তাঁকে শপথবাক্য পাঠ করান। এই শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একাধিক নেতার পাশাপাশি একই মঞ্চে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।
মঞ্চে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ অন্যান্য নেতারা। সাম্প্রতিক সময়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দূরত্বের জল্পনা তৈরি হলেও এদিনের উপস্থিতি অনেকের কাছে বিরোধী ঐক্যের বার্তা হিসাবেই ধরা হচ্ছে।
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট ৮১টির মধ্যে ৫৬টি আসনে জয়ী হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে মাত্র ২৪টি আসন।
উল্লেখযোগ্যভাবে, মমতার দেওয়া ‘সময়’ মেনেই হেমন্ত সোরেন তাঁর শপথগ্রহণের দিন নির্ধারণ করেছিলেন। তবে রাহুল সেখানে উপস্থিত থাকলেও মমতার সঙ্গে তাঁর বিশেষ কোনো কথা হয়েছে বলে জানা যায়নি। অনেকের মতে, মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ সৌজন্যের উদাহরণ হলেও, দুই দলের সম্পর্কের ‘দূরত্ব’ এখনও কমেনি।