যাবতীয় মতানৈক্য দূরে সরানোর বার্তা মমতার

ডেস্ক: ‘নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে এবং যাবতীয় মতানৈক্য দূরে সরিয়ে ২০২৪-এ বিজেপি-কে হারাতে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে৷  সোনিয়া গান্ধী সহ ১৯টি বিরোধী দলের সঙ্গে বৈঠকে এভাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। কার্যত সোনিয়া যখন জানিয়েছেন জাতির স্বার্থে এই জোট জরুরী। 


জোটের মুখ বা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে? সূত্রের খবর, এ দিনের বৈঠকে সেই প্রশ্নটাই ভুলে যেতে বলেছেন মমতা। “কে নেতা, তা ভুলে যান। আসুন ব্যক্তিগত স্বার্থকে আমরা একপাশে রাখি। মানুষই আমাদের নেতৃত্ব দেবে”, বৈঠকে এমনটাই বলেন মমতা। অন্যদিকে, আজকের বৈঠকের পর একটি সম্মিলিত বিবৃতি প্রকাশ করে মোট ১১টি দাবি কেন্দ্রের নিকট তুলে ধরে অংশগ্রহণকারী ২০ টি রাজনৈতিক দল।


সূূত্রের খবর, তিনি এদিন জানিয়ে দেন একসঙ্গে লড়াই করার জন্য কোর গ্রুপ তৈরি করতে হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন,কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। কংগ্রেসের সঙ্গে যাঁদের যোগাযোগ নেই তাঁদেরও আমন্ত্রন করার ব্যাপারে এদিন তিনি সওয়াল করেন তিনি । প্রসঙ্গত এদিন আপকে এই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর যাবতীয় মতানৈক্য দূরে রেখে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘লক্ষ্য ২০২৪, ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে এগোতে হবে’, সোনিয়া মমতা

 সনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এ দিনের বৈঠকে অংশ নেন ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, জেডিএসের এইচ ডি দেবেগৌড়ার মতো বিরোধী নেতারা৷ এ ছাড়াও সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি-র মতো দলগুলির নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন৷ ফলে নিজেদের মধ্যে ঐক্যের ছবিটা জোরাল ভাবেই তুলে ধরা গিয়েছে বলে মত বিরোধী শিবিরের৷

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের