কলকাতা: টাকার পাহাড়ের পর সোনার খনি হাওড়া স্টেশনে! সোমবার রাতে উদ্ধার সোনার গয়না ও বাট। যার বাজার মূল্য এক কোটি টাকারও বেশি।
জানা গিয়েছে, সোনার গয়না ও সোনার বাট উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন আরপিএফ কর্মীরা। তাঁকে দেখে কর্তব্যরত রেল পুলিশকর্মীদের সন্দেহ হয়। সন্দেহের বশে তাঁদের ব্যাগ পরীক্ষা করলে সেখান থেকে গয়না ও বাট উদ্ধার করা হয়।
ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁর নাম চন্দ্রভান মিশ্র। তিনি উত্তরপ্রদেশের মতিগঞ্জের বাসিন্দা। চন্দ্রভানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর সঙ্গে থাকা বিপুল পরিমাণের সোনার গয়নার কোনও উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে না পারায় এবং তাঁর কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়।
প্রসঙ্গত, শনিবার হাওড়া স্টেশনে আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রথমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করে তারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা বিধানচন্দ্র কুমার (৪৫) নামে ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। এর আগে ১১ মার্চ নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার হয় হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে।