উপনির্বাচনে তৃপ্তির জয়, কালীঘাটে পুজো মমতার

ভোটের ফলপ্রকাশের পর ছুটে গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। বললেন, ”আজ দুপুরে জেতার পর হঠাৎ মনে হল, মা কথা রেখেছেন। তাই কোনও প্রস্তুতি ছাড়াই মায়ের কাছে চলে এলাম। আসলে বালিগঞ্জের বাবুলের জয়ের মার্জিন যখন কমছিল, তখন মায়ের কাছে প্রার্থনা করেছিলাম। শেষমেশ ভোটের ব্যবধান বেড়েছে। তাতেই মনে হল, মা আমার প্রার্থনা শুনেছেন।”

পয়লা বৈশাখের আগের সন্ধেবেলাও কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাংলার জন্য, বাংলার মানুষের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। সকলের জন্য শুভকামনা করেন। এরপর মাত্র একদিনের ব্যবধানেই তিনি ফের কালীঘাটে, দেবীর কাছে দলের জয় উৎসর্গ করলেন।

আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনে জিতেছেন শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়। তার মধ্যে বেশি উল্লেখযোগ্য আসানসোলে প্রথমবার জোড়াফুল ফোটা। এর আগে আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে বরাবরই বিজেপি জিতেছে। এদিকে, প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়ের ছেড়ে যাওয়া জায়গায় জনসমর্থন নিয়ে জিতেছেন বাবুল সুপ্রিয়। জোড়া জয়ে স্বভাবতই খুশি মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক