হাইকোর্ট থেকে মেডিক্যালে ভর্তির সব মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের সংঘাতের জল মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মূল যে মামলাকে ঘিরে সংঘাত তৈরি হয়েছে, সেই মামলা এ বার হাইকোর্ট থেকে সরিয়ে নেওয়া হল সুপ্রিম কোর্টে।

মেডিক্যালে ভর্তির সব মামলা কলকাতা হাইকোর্ট থেকে স্থানান্তরিত করা হল সুপ্রিম কোর্টে। এই মামলা শীর্ষ আদালতেই শোনা হবে বলে, সোমবার জানান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে মেডিক্যালে ভর্তি সংক্রান্ত ওই মামলাটি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

এ দিন মেডিক্যাল সংক্রান্ত ভর্তি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় রাখল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। পাশাপাশি, মামলাকারী, রাজ্য সরকার এবং সিবিআই উভয় পক্ষকেই আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। তিন সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে।

Related posts

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে