ডেস্ক: সোমবার শপথ নেবেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা৷ ঠিক ছিল, সোমবার সকাল ১১টা থেকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা৷ মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর সরকারের তরফে জানানো হয়েছিল, রবিবার শপথ নেবে রাজ্য মন্ত্রিসভা। রবিবার বেলা দেড়টায় রাজভবনে হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠান। অজ্ঞাত কারণে তা পিছিয়ে সোমবার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শপথ নেবে রাজ্য মন্ত্রিসভা।
রাজভবন সূত্রের খবর, করোনাবিধির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের মতো মন্ত্রিসভার শপথও হবে অনাড়ম্বরভাবে। একসঙ্গে একাধিক মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ দফতরগুলির মন্ত্রীরা শপথ নেবেন। শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীরাই শপথ নেবেন সোমবার। প্রতিমন্ত্রীরা পরে শপথ নেবেন। তবে মন্ত্রিসভার কতজন সদস্য সোমবার শপথ নেবেন সে বিষয়ে নবান্ন বা রাজ ভবন সূত্রে কিছু জানা যায় নি৷
তৃণমূলের জয়ী বিধায়কদের মধ্যে বহু নতুন এবং তরুণ মুখ রয়েছেন৷ তাঁদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভাতেও মুখ্যমন্ত্রী গুরুদায়িত্ব দেন কি না, সেদিকে সকলের নজর থাকবে৷ আবার পুরনো মুখ এমন নেতাদের মধ্যেও কেউ নতুন করে বড় দায়িত্ব পান কি না, তা নিয়েও জল্পনা চলছে৷