কলকাতা: প্রতিদিন অক্সিজেন চাহিদা বাড়ছে, কেন্দ্রের কাছে বাড়তি অক্সিজেনের দাবি জানিয়ে মোদীকে চিঠি দিলেন মমতা। আগামী ৭-৮ দিনের মধ্যেই রাজ্যের মেডিক্যাল অক্সিজেনের প্রয়োজন আরও বাড়বে বলে জানা যাচ্ছে। চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে আলোচনার পরই মমতা চিঠি লেখেন কেন্দ্রকে।
প্রতিদিন যেভাবে অক্সিজেন চাহিদা বাড়ছে, তাতে কেন্দ্র বাংলার জন্য বরাদ্দ অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে উল্লেখ করেছেন যে বাংলায় ঠিক কত পরিমাণ অক্সিজেন উৎপাদন হচ্ছে। কত অক্সিজেন কোভিড রোগীদের প্রয়োজনে লাগছে। বাংলার বিভিন্ন জায়গায় যে ইতিমধ্যেই অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, সে বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন তিনি।
মমতা চিঠিতে জানিয়েছেন, ‘রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা বেড়েছে। রোজই প্রায় ৪৭০ মেট্রিক টন অক্সিজেন লাগছে। আগামী ৭-৮ দিনে তা বেড়ে হতে পারে ৫৫০ মেট্রিক টন। সেখানে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন পাচ্ছে রাজ্য৷’ চিঠির উপরে মুখ্যমন্ত্রী পেন দিয়ে লিখেছেন ‘Very Urgent’৷
আরও পড়ুন: ‘ যা বলার পরে ডেকে বলব’ শপথ নিয়ে, জল্পনা বাড়িয়ে বললেন মুকুল রায়
চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করে লিখেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে অক্সিজেনের দৈনিক বরাদ্দ বৃদ্ধি করে ৫৫০ মেট্রিক টন করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব। যদিও বাংলার বরাদ্দ না বাড়িয়ে অন্য রাজ্যকে বেশি বরাদ্দ করছে কেন্দ্র। আর সেটা করছে বাংলায় উৎপাদিত অক্সিজেন থেকেই। কেন্দ্রীয় সরকার বরাদ্দ না বাড়ালে রাজ্যজুড়ে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটবে ও রোগীর মৃত্যু হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।