আসানসোল থেকে ফেরার পথে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী বেচারাম মান্না

হুগলি: মঙ্গলবার বিকালে আসানসোলের সুফল বাংলা উদ্বোধন করে ফেরার পথে দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি। দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের কাছে।

কী ভাবে দুর্ঘটনা?

বর্তমানে রাজ্যের কৃষিজ বিপণন রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। ঘটনায় প্রকাশ, নিজের কনভয়ের পাইলট কারের সঙ্গেই ধাক্কা লাগে মন্ত্রীর গাড়ির। আহত হন মন্ত্রী এবং তাঁর সঙ্গীরা। দুর্ঘটনার পরই অন্য গাড়িতে করে হুগলির সিঙ্গুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের।

এ দিন আসানসোল ও বার্নপুরে সুফল বাংলার স্টল উদ্বোধনে গিয়েছিলেন বেচারাম মান্না। ফেরার পথে এই দুর্ঘটনা। বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে কাছে দুর্ঘটনাটি ঘটে। কনভয়ের সামনে একটি গাড়ি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট কার সেটিতে ধাক্কা মারে। তৎক্ষণাৎ পিছনে থাকা মন্ত্রীর গাড়ি পাইলট কারে ধাক্কা মারে। মন্ত্রীর গাড়ির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়।

কেমন আছেন বেচারাম মান্না?

দুর্ঘটনায় কিছুটা চোট লেগেছে মন্ত্রীর। জানা গিয়েছে, তাঁর ঘাড়ে, কোমরে এবং পায়ে চোট লেগেছে। তবে এখন সুস্থ রয়েছেন তিনি। নিজে সাংবাদিকদের জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন। তবে এ দিন বড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারত।

আরও পড়ুন: নবান্ন অভিযানে লোক হয়নি, বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

Related posts

হাওড়ার রামরাজাতলায় সাঁত্রাগাছি ‘মা’ গোষ্ঠীর উদ্যোগে জলসত্র

তাপপ্রবাহ বন্ধ হবে, স্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, কী ভাবে দেখবেন