ওয়েবডেস্ক : বোমার আঘাতে গুরুতর জখম রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা ষ্টেশনের কাছে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
জানা গেছে, বুধবার রাতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন জাকির হোসেন। তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরার জন্য নিমতিতা ষ্টেশন যাচ্ছিলেন তিনি। কিন্তু নিমতিতা ষ্টেশনে কাছে নিজের গাড়ি থেকে নামামাত্রই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।
আরও পড়ুন : ৪৮ ঘণ্টার ফারাকে একই মাঠে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর জনসভা
ঘটনায় জাকির হোসেন-সহ কয়েকজন গুরুতর জখম হন। বাঁ পা ও ডান হাতে আঘাত লেগেছে মন্ত্রীর। সকলকে তড়িঘড়ি জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রীতিমত পরিকল্পনা করে রাজ্যের মন্ত্রীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যের মন্ত্রীর উপর কারা হামলা চালাল তা খতিয়ে দেখা হচ্ছে।