মিশন ২০২৪, চলতি মাসেই দিল্লি যেতে পারেন মমতা

ডেস্ক: একুশের বাংলা জয়ের পর, এবার মিশন ২০২৪। সেই লক্ষ্যে আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন তিনি। সেখানে কমপক্ষে দিনপাঁচেক থাকবেন। সূত্র মারফত এমন খবরই মিলেছে।


এবার ২১ জুলাইয়ের কর্মসূচী তৃণমূল যে ভাবে সাজিয়েছে, তা থেকে স্পষ্ট যে রাজ্যের বাইরে বিস্তার বাড়াতে তৎপর তৃণমূল। ২১শে জুলাইয়ের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো যে ভাষণ দেবেন, তার সরাসরি সম্প্রচার হবে দিল্লির সাউথ অ্যাভিনিউতে থাকা দলীয় কার্যালয়ে।অসম কিংবা ত্রিপুরার মতো রাজ্য যেখানে তৃণমূলের সংগঠন আগে থেকেই রয়েছে সেখানে তো ভাষণ শোনানো হবেই। তবে চমকপ্রদ বিষয় হল, গুজরাট বা উত্তর প্রদেশের মতো রাজ্যেও মমতার ভাষণ শোনানো হবে।


সূত্রের খবর টানা এক সপ্তাহ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকতে পারেন। প্রসঙ্গত চলতি মাসের ১৯তারিখ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। প্রতিবারই অধিবেশন চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যান। দলের সাংসদদের তিনি যেমন নেতৃত্ব দেন তেমনই দীর্ঘ দিন নিজে সাংসদ থাকার দরুন রাজধানীতে তার যে বিরাট পরিচিত রাজনৈতিক মহল রয়েছে, তাদের সঙ্গেও তিনি জনসংযোগ করেন। সব মিলিয়েই এবার তাঁর দিল্লি যাওয়াটা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দেড় হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী


বাংলার বিধানসভা ভোটে ব্যাপক জয়ের পর মোদী বিরোধী মুখ হিসেবে মমতাকেই তুলে ধরা হচ্ছে। সেক্ষেত্রে মমতাকে সামনে রেখেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলি এগিয়ে আসতে পারে। সেখানেই যে রাজ্যে যে দল শক্তিশালী, সেখানেই সেই দলই লড়াই করার যে ফর্মুলা চালুর প্রস্তাব দিয়েছিলেন মমতা, তা নিয়ে একপ্রস্থ আলোচনা হতে পারে। 

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?