ইসরো-এর প্রথম সৌর মিশন আদিত্য এল১ আজ ইতিহাস গড়বে, শুরু কাউন্টডাউন

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রথম সৌর মিশন আদিত্য এল১ নিজের গন্তব্যে পৌঁছাবে আজ, শনিবার (৬ জানুয়ারি, ২০২৪)। এ দিন বিকেল ৪টে নাগাদ সৌরযানকে কক্ষপথে স্থাপন করা হবে। প্রায় তিন মাস যাত্রার পর আদিত্য এল১ কক্ষপথে প্রবেশের জন্য কাউন্টডাউন শুরু হয়েছে। এই প্রক্রিয়ার শেষ ধাপটি খুবই জটিল।

সূর্যের কাছে কাঙ্ক্ষিত কক্ষপথে প্রায় পৌঁছেই গিয়েছে ভারতের সৌরযান। বাকি আর সামান্য পথ। তার পরেই সূর্যের কাছে এল১ পয়েন্টে পৌঁছে যাবে আদিত্য এল১। সেখানে পৌঁছলে ইসরোকে একটি কাজ করতে হবে। সেই কাজে সামান্য ভুল হলেই হতে পারে বড়সড় বিপদ।

ইসরো প্রধান এস সোমনাথ সংবাদ সংস্থা এএনআই-এর কাছে ইতিমধ্যেই জানিয়েছেন, “আদিত্য এল১ বিকেল ৪টে নাগাদ এল১ পয়েন্টে পৌঁছতে চলেছে। এটিকে সেখানে রাখার জন্য চূড়ান্ত কৌশল নেওয়া হয়েছে। শেষ স্টপে পৌঁছানোর পর মহাকাশযানটি কোনো গ্রহণ ছাড়াই সূর্যকে দেখতে পাবে”।

প্রসঙ্গত, মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের উন্মোচন করতে চলেছে ইসরোর এই সৌর মিশন। গত বছর ২ সেপ্টেম্বর ঠিক সকাল ১১.৫০ মিনিটে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেয় আদিত্য এল১। সূর্যের এল১ পয়েন্ট পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এবং পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের এটি মাত্র ১ শতাংশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক