মেডিক্যাল কোর্সে সংরক্ষণ নিয়ে বড় ঘোষণা মোদীর, OBC-দের জন্য ২৭ শতাংশ, আর্থিক ভাবে দূর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ

ডেস্ক : মেডিক্যালে কোর্সে সংরক্ষণ নিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন, এমবিবিএস, এমডি, এমএস, বিডিএস, এমডিএস এবং ডিপ্লোমা মেডিক্যাল কোর্সে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ এবং আর্থিক ভাবে দূর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ পদ্ধতি চালু হবে।

প্রধান এ দিন টুইট করে এ খবর জানিয়েছেন। তিনি লেখেন,‘‘ আমাদের সরকার চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক ও স্নাতকোত্তর মেডিক্যাল অথবা ডেন্টাল কোর্সের জন্য সর্বভারতীয় স্তরে OBC-দের জন্য ২৭ শতাংশ এবং আর্থিক ভাবে দুর্বল বিভাগের জন্য ১০ শতাংশ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে’’।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে এমবিবিএসে প্রায় দেড় হাজার এবং স্নাতকোত্তর আড়াই হাজার ওবিসি পড়ুয়া এবং এমবিবিএসে প্রায় সাড়ে পাঁচশো এবং স্নাতকোত্তর প্রায় এক হাজার আর্থিক ভাবে দুর্বল পড়ুয়া উপকৃত হবেন।

চলতি শিক্ষাবর্ষ থেকে এই সংরক্ষণ চালু হবে।

মোদী সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে এক বিরোধী রাজনৈতিক নেতার মন্তব্য, উত্তরপ্রদেশ ভোটের ঠিক আগেই এই সিদ্ধান্ত কেন? অনেক আগেই তো নেওয়া যেত।

আরও পড়ুন : ফের রাজ্যে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ল কোভিড নিয়ন্ত্রণ বিধি, ছাড় বেশ কিছু ক্ষেত্রে

Related posts

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

দেড়শোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি বিমানবন্দর