মমতাকে অভিনন্দন জানালেন মোদী-ধনকড়

ডেস্ক: বাংলার মসনদে অধিষ্ঠিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠান সেরে নবান্নে গার্ড অব অনার কোভিড পরিস্থিতির জন্য ছিমছাম ভাবে এই অনুষ্ঠান সেরেই ১৪ তলার দফতরে পৌঁছলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে মমতাকে দিদি বলে সম্বোধন করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।


রাজ্যপাল জগদীপ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতাকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হিংসা থামানোর কথা বললেন রাজ্যপালও। এর জন্য মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রয়েছে বলেও জানান তিনি। বিশেষত মহিলা ও শিশুদের উপর অত্যাচারের উপর পদক্ষেপ নেওয়ার আর্জি ধনকড়ের।

আরও পড়ুন: গার্ড অফ অনার অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্নে প্রবেশ করলেন মমতা

তিনি বলেন,’ আশা রাখব সংবিধান মোতাবেক কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে অশান্তি মুক্ত করার দিকটা মুখ্যমন্ত্রীকে জোর দিয়ে দেখার কথা বলেন রাজ্যপাল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক