প্রথম পাতা খবর ৩৫ অক্সিজেন প্লান্টের উদ্বোধনে মোদী

৩৫ অক্সিজেন প্লান্টের উদ্বোধনে মোদী

53 views
A+A-
Reset

ডেস্ক: কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় ৩৫টি প্রেসার সুইং অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এগুলির প্রত্যেকটি PM CARES ফান্ডের টাকাতে তৈরি হয়েছে। উত্তরাখন্ডের ঋষিকেশ থেকে এই অক্সিজেন প্লান্টগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই প্লান্টগুলির দেশের মানুষের জন্যে উৎসর্গ করা হল বলেও মন্তব্য তাঁর।


অনুষ্ঠানের শুরুতেই দেশের টিকাকরণ অভিযান ‘বিশ্বের দ্রুততম’ বলে উল্লেখ করেন মোদী। বলেন, ‘এখনও পর্যন্ত দেশে ৯৩ কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। খুব শীঘ্রই তা ১০০ কোটিতে ছোঁবে। টিকাকরণে ভারতই গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। স্বাস্থ্যকর্মীদের কঠিন শ্রম ও অধ্যবসায়ের ফলেই দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা গিয়েছে।’ এছাড়াও কেন্দ্রের কোউইন অ্যাপের (Cowin App) ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বঙ্গে ফের একবার কৈলাসে-মালব্যতেই আস্থা রাখছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব


এই ফান্ডের টাকাতে বাংলাতেও তৈরি করা হচ্ছে অক্সিজেন প্লান্ট। জানা গিয়েছে, গোটা দেশে এখনও পর্যন্ত ১২২৪টি PSA oxygen plant-কে বানাতে সাহায্য করেছে PM CARES। ইতিমধ্যে ১১১০টি অক্সিজেন প্লান্ট কাজ করা শুরু করে দিয়েছে। যে গুলির মাধ্যমে এই মুহূর্তে প্রত্যেকদিন ১৭৫০ মেট্রিক টন অক্সিজেন তৈরি হচ্ছে। এর ফলে বিশাল একটা চাহিদা মিটছে বলে দাবি। পিএমও দফতরের মতে, এবার থেকে দেশের সব জেলায় পৌঁছবে অক্সিজেন।সেকেন্ড ওয়েভের মধ্যেই থার্ড ওয়েভের একটা আতঙ্ক রয়েছে দেশে। যদিও বিজ্ঞানীদের একটা অংশ বলছে, ভারতে করোনা সংক্রমণ শেষের দিকে। তবে সবদিক থেকেই প্রস্তুতি সেরে রাখছে ভারত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.