Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৩৫ অক্সিজেন প্লান্টের উদ্বোধনে মোদী - NewsOnly24

৩৫ অক্সিজেন প্লান্টের উদ্বোধনে মোদী

ডেস্ক: কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় ৩৫টি প্রেসার সুইং অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এগুলির প্রত্যেকটি PM CARES ফান্ডের টাকাতে তৈরি হয়েছে। উত্তরাখন্ডের ঋষিকেশ থেকে এই অক্সিজেন প্লান্টগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই প্লান্টগুলির দেশের মানুষের জন্যে উৎসর্গ করা হল বলেও মন্তব্য তাঁর।


অনুষ্ঠানের শুরুতেই দেশের টিকাকরণ অভিযান ‘বিশ্বের দ্রুততম’ বলে উল্লেখ করেন মোদী। বলেন, ‘এখনও পর্যন্ত দেশে ৯৩ কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। খুব শীঘ্রই তা ১০০ কোটিতে ছোঁবে। টিকাকরণে ভারতই গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। স্বাস্থ্যকর্মীদের কঠিন শ্রম ও অধ্যবসায়ের ফলেই দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা গিয়েছে।’ এছাড়াও কেন্দ্রের কোউইন অ্যাপের (Cowin App) ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বঙ্গে ফের একবার কৈলাসে-মালব্যতেই আস্থা রাখছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব


এই ফান্ডের টাকাতে বাংলাতেও তৈরি করা হচ্ছে অক্সিজেন প্লান্ট। জানা গিয়েছে, গোটা দেশে এখনও পর্যন্ত ১২২৪টি PSA oxygen plant-কে বানাতে সাহায্য করেছে PM CARES। ইতিমধ্যে ১১১০টি অক্সিজেন প্লান্ট কাজ করা শুরু করে দিয়েছে। যে গুলির মাধ্যমে এই মুহূর্তে প্রত্যেকদিন ১৭৫০ মেট্রিক টন অক্সিজেন তৈরি হচ্ছে। এর ফলে বিশাল একটা চাহিদা মিটছে বলে দাবি। পিএমও দফতরের মতে, এবার থেকে দেশের সব জেলায় পৌঁছবে অক্সিজেন।সেকেন্ড ওয়েভের মধ্যেই থার্ড ওয়েভের একটা আতঙ্ক রয়েছে দেশে। যদিও বিজ্ঞানীদের একটা অংশ বলছে, ভারতে করোনা সংক্রমণ শেষের দিকে। তবে সবদিক থেকেই প্রস্তুতি সেরে রাখছে ভারত।

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে