ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে এদিন সকালেই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ বাংলা নববর্ষের শুভেচ্ছা ৷ তার সঙ্গে ভোট প্রচার৷ এক সঙ্গেই দুই কাজই সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নববর্ষের সকালে বাংলায় টুইট করে নমো লিখেছেন, “পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক!” তার সঙ্গে একটি গানের ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেই গানে নতুন সূচনা বলতে বাংলায় বিজেপি সরকার গড়ার কথা বলা হয়েছে।
যে গানের ভিডিয়ো নমো টুইট করেছেন তার প্রথম লাইন হল, “একটা নতুন সকাল এল দূর হল ভয়/ পদ্মফুল আনবে এই প্রভাত নিশ্চয়।” বিজেপি-র এই নতুন থিম সং-এ উজ্জ্বলা যোজনা থেকে আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির কথা রয়েছে৷ আবার উঠে এসেছে সোনার বাংলার প্রসঙ্গ৷
আরও পড়ুন: করোনার কথা মাথায় রেখে এখন থেকে আর বড় জমায়েত করা হবে না’, নজিরবিহীন পদক্ষেপ নিল সিপিএম
এক ফ্রেমে বাংলার মানুষের আবেগকে বেঁধেছেন। বালি ব্রিজ, তারপর হাওড়া ব্রিজের ছবি ভিক্টোরিয়া থেকে দক্ষিণেশ্ব সবই ধরা পড়েছে ভিডিও। সব মিলিয়ে নববর্ষে ফের একবার ‘পরিবর্তনের’ ‘বিজেপি সরকার’ গড়ার ডাক দিলেন নমো।