প্রথম পাতা খবর কেদারনাথে শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন মোদীর

কেদারনাথে শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন মোদীর

67 views
A+A-
Reset

ডেস্ক: আজ উত্তরাখণ্ডে , কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেদারনাথ মন্দির চত্বরে আদি গুরু শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ ফুটের সেই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। আদি শঙ্করাচার্যের সমাধি ২০১৩ সালের উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর অবশেষে এটি পুনর্গঠন করা হল। এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘‌আপনারা সকলেই আজ এখানে আদি শঙ্করাচার্য সমাধির উদ্বোধনের সাক্ষী। তাঁর ভক্তরা এখানে মন থেকে উপস্থিত। দেশের সমস্ত গণিত এবং ‘‌জ্যোতির্লিঙ্গ’‌ আজ আমাদের সঙ্গে যুক্ত।’‌ 

আরও পড়ুন: গান স্যালুটে চির বিদায় সুব্রত মুখোপাধ্যায়কে


কেদারনাথে পৌঁছে প্রথমে মন্দিরের বিভিন্ন সংস্কারমূলক কাজের পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে সংস্কারের ভিডিয়ো দেখানো হয়। তারপর মন্দিরে প্রবেশ করেন। বিশেষ রুদ্রাভিষেক পুজো করেন মোদী। তারপর আদি গুরু শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন করেন।


রুদ্রাভিষেক এবং মূর্তি উন্মোচনের পাশাপাশি শুক্রবার ৪০০ কোটি টাকার কেদারনাথ ধাম পুনর্গঠন কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা করেন তিনি। নতুন প্রকল্পের উদ্বোধনও করেন। মোদী বলেন, ‘‘২০১৩ সালের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেদারনাথ তীর্থক্ষেত্র পুনর্গঠনের কথা বার বারই আমার অন্তর বলেছে।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.