ডার্বির আগে বড় জয়! এফসিআই-এর বিরুদ্ধে ৫-০ গোলে জিতল মোহনবাগান

কলকাতা লিগে দাপট অব্যাহত মোহনবাগানের। বৃহস্পতিবার নিজেদের সাত নম্বর ম্যাচে এফসিআই-এর বিরুদ্ধে ৫-০ গোলে জিতল সবুজ-মেরুন। ডার্বির আগে এ দিনের জয়ে বাগান সমর্থকদের আত্মবিশ্বাস যেন অনেকটাই বেড়ে গেল।

এ দিনের ম্যাচে পাঁচটি গোল করলেন রাজ বাসফোর, ভিয়ান, নাওরেম, দীপেন্দু বিশ্বাস ও টাইসন। একাধিক সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়াতে পারত বাগান। ম্যাচের সেরা হয়েছেন সবুজ মেরুন দলের অভিষেক সূর্যবংশি। বাগানের মাঝ মাঠের দায়িত্বে ছিলেন তিনি।

সাতটি ম্যাচ খেলে কলকাতা লিগে মোহনবাগান দলের মোট পয়েন্ট এখন ১৯। এই ম্যাচ জেতার ফলে নিজেদের গ্রুপের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। পাশাপাশি, এ বারের কলকাতা প্রিমিয়ার লিগে ২৫টি গোল করে ফেলল তারা।

বিশ্লেষকদের মতে, এ দিনের ম্যাচে প্রতিপক্ষ দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করল মোহনবাগান। শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডুরান্ড কাপে মরশুমের প্রথম ডার্বিতে নামবে সবুজ-মেরুন। তার আগে এই জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?