এ বারের লিগে প্রথম হারল মোহনবাগান, সার্দানের কাছে ২ গোলে হার

কলকাতা: এ বারের কলকাতা প্রিমিয়াম লিগে অপরাজিত তকমা ধরে রাখতে পারল না মোহনবাগান। সাদার্ন সমিতির কাছে ০-২ হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এরই সঙ্গে এবারের কলকাতা লিগে প্রথম কোনো ম্যাচে হেরে গেল সবুজ-মেরুন।

সাদার্ন সমিতির হয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন সৌগত হাঁসদা। সৌগতর জোড়া গোলে হার মানতে হল বাস্তব রায়ের দলকে।

এ দিনের হারে সুপার সিক্সের রাস্তা কঠিন হল মোহনবাগানের। প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপে এখন ৩ নম্বরে মোহনবাগান। ৯ ম্যাচ খেলে পয়েন্ট ২০। ৪ নম্বরে থাকা মহামেডান স্পোর্টিং ক্লাব ৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছে। শীর্ষে থাকা ডায়মন্ড হারবার এফসি ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কালীঘাট এম এস ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়েছে। ফলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে মোহনবাগানের আর পয়েন্ট হারালে চলবে না।

এ দিন সবুজ-মেরুনের হারের পর মাঠে বোতল ছুড়লেন সমর্থকরা। কিছুটা হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচের মাঝে গ্যালারিতেও আতঙ্ক ছড়ায়। মোহনবাগানের এক প্রবীণ সমর্থক হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক