এ বার স্পেনের ডিফেন্ডার রডরিগেজের সঙ্গে দু’বছরের চুক্তি মোহনবাগানের

কলকাতা: মোহনবাগানে এবার চতুর্থ বিদেশি তারকাও চূড়ান্ত হয়ে গেল। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তা রডরিগেজকে সই করাল সবুজ-মেরুন।শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুং থেকে দু’বছরের চুক্তিতে এই সেন্ট্রাল ব্যাককে সই করানো হয়েছে।

এই স্প্যানিশ ডিফেন্ডার শুধু দলের রক্ষণ নয়, পাশাপাশি সেটপিস থেকে গোলও করতে পারেন। অতীতে সেই ঝলক দেখিয়েছেন। ছয় ফুটের এই দীর্ঘকায় ডিফেন্ডার গোলের পাস বাড়াতেও সিদ্ধহস্ত। এই দক্ষতার জন্য গত মরশুমে ইন্দোনেশিয়ার প্রধান লিগের সেরা একাদশে জায়গা পান তিনি।

প্রসঙ্গত, মোহনবাগানের শক্তি বাড়াতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন স্কটিশ ডিফেন্ডার থমাস অ্যালড্রেড। এবার রডরিগেজ যোগ দেওয়ায় সবুজ-মেরুন আরও শক্তিশালী হল। জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোসের পর ইংল্যান্ডের টম অলড্রেডকে তৃতীয় বিদেশি হিসাবে সই করিয়েছিল মোহনবাগান। সর্বোচ্চ আট বিদেশি ফুটবলার নেওয়ার সুযোগ রয়েছে আইএসএলের ক্লাবগুলির।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে