কেমন হবে এ বারের বর্ষা? পূর্বাভাস জাতীয় আবহাওয়া দফতরের

কেমন হবে এ বারের বর্ষা? আগাম একটা ধারণা দিল দিল্লির মৌসম ভবন। জানানো হয়েছে, এ বার বর্ষার মরশুমের মধ্যেই ‘এল নিনো’ পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই পরিস্থিতির প্রভাবে দেশে কম বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা থাকে।

জাতীয় আবহাওয়া দফতর বা আইএমডি-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র সংবাদমাধ্যমে বলেন, স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরভারত, পশ্চিম-মধ্য ভারতের কিছু অংশ ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে।

আবহাওয়া দফতরের অনুমান, এ বার বর্ষায় এল নিনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ফলে বর্ষার শেষ দিকে এর প্রভাব লক্ষ্য করা যাবে। তবে এল নিনো হলেই বর্ষার অবস্থা খারাপ হয় না। বরং ১৯৯৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪০ শতাংশ এল নিনো বছরে বর্ষায় বৃষ্টি হয়েছে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি।

অন্য দিকে, একটি বেসরকারি আবহাওয়া সংস্থা সম্প্রতি জানিয়েছে, ভারতে এ বার দীর্ঘকালীন গড়ের (বহু বছরের বৃষ্টিপাতের গড় হিসেব) ৯৪ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের এই হার ৯৬ শতাংশের নীচে হলে তা স্বাভাবিকের তুলনায় কম বলে ধরা হয়। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে, ‘ইন্ডিয়ান ওশান ডাইপোল’ এবং গত শীতের তুষারপাত এল নিনোর প্রভাবকে কিছুটা প্রশমিত করতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক