পাকিস্তান সীমান্তে বড়সড় সাফল্যের দাবি করল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পহেলগাঁও হত্যাকাণ্ডে অভিযুক্তদের শাস্তি ও জঙ্গিদমনে একের পর এক লক্ষ্যভেদ করেছে সেনা।
সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, গত ৭-১০ মে-র মধ্যে চালানো অভিযানে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে ১০০-রও বেশি জঙ্গিকে নিধন করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইউসূফ আজ়হার, আব্দুল মালিক রাউফ, মুদস্সর আহমেদ, যারা আইসি ৮১৪ অপহরণ ও পুলওয়ামা হামলার সঙ্গে যুক্ত ছিল।
সেনার দাবি, এই অপারেশনে পাকিস্তানের প্রায় ৩৫-৪০ জন সেনাও নিহত হয়েছে। জঙ্গিদের ঘাঁটি বেছে বেছে নিশানা করা হয়েছে, যাতে সাধারণ নাগরিকের ক্ষতি না হয়। ধর্মীয় স্থান ও জনবহুল এলাকায় পাকিস্তান সেনার হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলেও জানান ডিজিএমও।
বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিক বৈঠকে বহাওয়ালপুর ও মুরিদকে জঙ্গিঘাঁটির ধ্বংসচিত্র তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের তরফে ৯-১০ মে-র রাতে ভারতীয় আকাশসীমায় ড্রোন ও বিমান পাঠিয়ে হামলার চেষ্টা হয়েছিল, তবে অধিকাংশ প্রতিহত করা সম্ভব হয়েছে।
সেনার তরফে এই অপারেশনকে ‘শিব তাণ্ডব’ নামে আখ্যা দেওয়া হয়েছে। ছবির প্রেজেন্টেশন ও ভিডিও ফুটেজে সেনা দেখিয়েছে কীভাবে নির্ভুলভাবে জঙ্গিঘাঁটিগুলোকে চিহ্নিত করে আঘাত হানা হয়েছে। সেনার বার্তা স্পষ্ট—সন্ত্রাসবাদ ও সীমান্তপারে লুকিয়ে থাকা অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালিয়ে যাবে ভারত।