পহেলগাঁও হত্যাকাণ্ড ও ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর অবশেষে মুখোমুখি আলোচনা ভারত ও পাকিস্তানের। সোমবার দুপুর ১২টা থেকে দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও স্তরে বৈঠকে বসার কথা। সংঘর্ষবিরতির পরে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
ভারতের পক্ষ থেকে আলোচ্য বিষয় এখনও সরকারি ভাবে জানানো না হলেও, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, তিনটি বিষয় আলোচনায় তুলতে চাইছে ইসলামাবাদ—সিন্ধু জলচুক্তি, সন্ত্রাসবাদ দমন এবং কাশ্মীর ইস্যু।
ভারতের পক্ষ থেকে সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বৈঠকে অংশ নেবেন। তিনি শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সংঘর্ষবিরতি লঙ্ঘনের বিষয়ে ইতিমধ্যেই পাকিস্তানকে হটলাইনে বার্তা পাঠানো হয়েছে।
ভারতের তরফে আগেই স্পষ্ট করা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর মূল লক্ষ্য ছিল জঙ্গিঘাঁটি ধ্বংস করা এবং কোনও আগ্রাসী মনোভাব বরদাস্ত করা হবে না।
পহেলগাঁও কাণ্ডের পরে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার মতো একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়। যদিও শনিবার মার্কিন মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ, তবুও চুক্তি ও কূটনৈতিক পদক্ষেপগুলির ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে সোমবারের বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় ঘোরানোর সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।