ডেস্ক : এবার ঘরে ফেরার পালা। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়-ঘণিষ্ঠ বিজেপি নেতা তপন সিন্হা। শনিবার উত্তর ২৪ পরগনার গোবর ডাঙায় টাউন হলে তৃণমূলের একটি সভায় দলবদল করেন তিনি।
মুকুল রায় তৃণমূলে যোগদানের ঠিক আগেই বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন সিন্হা দলত্যাগের ঘোষণা করেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর ইস্তফা তিনি জেলার সভাপতি বনস্পতি দেবের কাছে পাঠিয়ে দেন।
এরই পর তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা ছড়ায়। যদিও তিনি নিজে এ ব্যাপারে কিছুই জানাননি। শনিবার গোবরডাঙা টাউন হলে তিনি তৃণমূলে যোগ দেন।
উল্লেখ্য গত ১১ জুন পুত্র শুভ্রাংশুকে নিয়ে দল পাল্টেছেন মুকুল রায়। তারপর থেকে জল্পনা চলছিল একাধিক বিজেপি নেতা ফের তৃণমূলে ফিরে আসতে পারেন। তাঁদের মধ্যে ছিলেন তপন সিনহাও।