প্রথম পাতা খবর সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতে পারেন মুকুল রায়

সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতে পারেন মুকুল রায়

356 views
A+A-
Reset

কলকাতা: ‘ঘরের ছেলে’কে ফিরিয়ে দেওয়া হতে পারে পুরনো পদ। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। সাংগঠনিক  কাজে তুখোড় রাজনীতিক মুকুল রায়কে যে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, তা প্রত্যাশিত ছিল। মুকুল রায়কে সর্বভারতীয় ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে রাজ্যের শাসক দল। তাই দলে আসা মাত্রই ফের মুকুলকে বড় পদ দিতে চলেছে তৃণমূল, সূত্রের খবর এমনই। জানা গিয়েছে, মুকুল রায়কে সর্বভারতীয় সহ সভাপতি করতে পারে তৃণমূল। বিজেপিতেও এই একই পদে ছিলেন তিনি।


মমতার হাত ধরে দীর্ঘদিন রাজ্যসভার সাংসদ ছিলেন মুকুল। সামলেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও। আর দলের কৌশলগত পরিকল্পনায় তিনি যে তুখোড়, তা এক কথায় স্বীকার করে রাজনৈতিক মহল। তাই বাংলার ‘চাণক্য’কে কাজে লাগাতে তৎপর ঘাসফুল শিবির।


সূত্রের খবর অন্য রাজ্যে সংগঠন বিস্তারের দায়িত্বও মুকুল রায়ের উপর দিতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সংগঠন বিস্তারে মুকুল রায়ের দক্ষতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২০২৪-এর লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় স্তরের সংগঠন বিস্তারের টার্গেট নিয়েছে রাজ্যের শাসকদল। সেই টার্গেট পূরণে মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। আগেও ত্রিপুরা, অসম, বিহারের মতো রাজ্যে তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন মুকুল রায়। আবারও সেই ভূমিকায় তাঁকে ফিরিয়ে আনা হতে পারে বলে তৃণমূলের অন্দরে জোর জল্পনা। 

আরও পড়ুন: টিএমসিতে মুকুল রায় ফিরতেই ত্রিপুরায় বিজেপি শিবিরে সিঁদূরে মেঘ দেখা দিয়েছে


 শনিবারই ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেকের সঙ্গে বৈঠক হয় মুকুলের। সূত্রের খবর, কোন পথে দলের কাজ এগোবে সেই বিষয়েই আলোচনা হয় ওই দিন। মুকুলের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। এ দিকে, শোনা যাচ্ছে, একাধিক বিজেপি নেতাক ফোন করেছেন মুকুল রায়। মুকুলের হাত ধরে অনেকেই ফিরে পারেন তৃণমূল শিবিরে।
 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.