কৃষ্ণনগর পৌঁছেই দলীয় নেতাদের নিয়ে বৈঠকে মমতা, উপস্থিত মুকুলও

মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়। প্রতীকী ছবি

কৃষ্ণনগর: তিন দিনের জেলা সফরে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছেই দলীয় নেতাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর কলেজ মাঠে একটি কর্মিসভা রয়েছে তাঁর। তাৎপর্যপূর্ণ ভাবে, এ দিন নদিয়ার সার্কিট হাউসে মমতার বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।

নদিয়ায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এ দিন দুপুর ২টো নাগাদ কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামের হেলিপ্যাডে নামেন মমতা। সেখান থেকে পৌঁছান সার্কিট হাউসে। দলের শীর্ষ জেলা নেতৃত্বকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক সারেন মমতা।

বৈঠকে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোল খাঁ, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু-সহ অনেকেই। তাৎপর্যপূর্ণ ভাবে ওই বৈঠকে ছিলেন মুকুলও।

বুধবার রাজনৈতিক কর্মিসভার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশাসনিক বৈঠক রয়েছে। সেই বৈঠকেও কৃষ্ণনগর উত্তরের তৃণমূল বিধায়ক মুকুল রায় থাকেন কি না, তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। কারণ, বিধানসভার স্পিকারের দাবি অনুযায়ী, মুকুল এখনও বিজেপিরই বিধায়ক। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে এই সাক্ষাৎ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজ্য-রাজনীতির অন্দরমহলে। 

আরও পড়ুন: জাঁকিয়ে শীত পড়বে কবে? কী বলছে হাওয়া অফিস

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?