আরবিআই কার্যালয়ে বোমা মারার হুমকি, গভর্নর শক্তিকান্ত দাস ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগের দাবি

মুম্বই: ই-মেলের মাধ্যমে মুম্বইয়ের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) কার্যালয়ে বোমার হুমকি। ই-মেলটিতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করা হয়েছে।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, আরবিআই কার্যালয় ছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক-সহ ১১টি জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে পুলিশ এ সব জায়গায় তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

জানা গিয়েছে, এমআরএ মার্গ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?