আইপিএলের আগেই বড় ধাক্কা কেকেআর শিবিরে, খেলার ছাড়পত্র পেলেন না তারকা স্পিনার

কলকাতা: মুজিব উর রহমানকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি আফগান ক্রিকেট বোর্ড। মুজিবকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স।

দেশের হয়ে খেলাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকিকে শাস্তি দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। আগামী দু’বছরের জন্য তাঁদের ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এ দিকে, আগামী বছর আইপিএল শুরু মার্চ থেকে। মুজিবকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা। নবীনকে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস এবং ফজলকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এই তিন ক্রিকেটারকে হয়তো আইপিএলে খেলতে দেখা যাবে না।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন আফগান ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় সমস্যা বাড়ল কেকেআর শিবিরে। সুনীল নারাইনকে তাঁর বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু, সুনীলের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্য দুই ফ্র্যাঞ্চাইজিও সমস্যায় পড়বে আফগান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ফলে।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?