ডেস্ক : উত্তর ২৪ পরগনার সোদপুরে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়। স্টেশন রোডের কাছে বসাক বাগানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও তাঁদের ১৭ বছরের ছেলের দেহ উদ্ধার করে। উদ্ধারের সময় মা ও ছেলে মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছিল। বাবার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
মা ও ছেলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। বন্ধুকে লেখা সেই সুইসাইড নোটে বলা গৃহকর্তা লিখেছেন, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এক ব্যক্তি তাঁর কাছে কয়েক হাজার টাকা পেতেন। ওই বন্ধুকে সেই টাকা ফেরত দিতে বলেছেন।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির কাপড়ের দোকান ছিল। দেনার দায়েই আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের।
তবে কী কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : কলকাতা পুরসভার উদ্যোগে শুরু হল ভ্যাকসিনেশন অন হুইলস