নন্দিনী চক্রবর্তীকে এ বার স্বরাষ্ট্রসচিব করল রাজ্য সরকার

কলকাতা: নন্দিনী চক্রবর্তীকেই এ বার রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন তিনি। কিন্তু সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

রবিবার (৩১ ডিসেম্বর, ২০২৩) রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকার পদোন্নতি হয়েছে। এ দিনই তিনি রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব নিয়েছেন। ফলে শূন্য হয়ে যাচ্ছিল তাঁর ছেড়ে যাওয়া স্বরাষ্ট্রসচিব পদটি। রবিবার সেই পদেই নিয়োগ করা হল নন্দিনীকে।

১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব সামলেছেন। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর নন্দিনী চক্রবর্তীকে বিতর্কের মুখে পড়তে হয়।

গত বছর সরস্বতী পুজোর দিন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ‘হাতে খড়ি’ অনুষ্ঠান থেকেই নন্দিনী চক্রবর্তীকে নিয়ে বিতর্ক শুরু হয়। তাঁকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেও উল্লেখ করেন বিজেপি নেতারা। রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতিও দিয়ে দেন। দীর্ঘ জল্পনার পর নন্দিনীকে পদ থেকে সরানো হয়। পরে পর্যটন দফতরের দায়িত্ব পান তিনি।

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন