136
ডেস্ক : পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। অনিবার্য কারণবশত আজ এই মামলার শুনানি হচ্ছে না। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘অনিবার্য কারণবশত বসছে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।’’ এর ফলে আজও ফিরহাদ হাকিম, সূব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে জেলে থাকতে হবে।
এদিকে প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে, ফিরহাদ হাকিমের জ্বর কমেছে। আজ তাঁকে জেলে হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করেছেন।
অন্যদিকে এসএসকেএম-এ ভর্তি সূব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে উৎকণ্ঠাজনিত কারণে তাঁর রক্তচাপও সুগারের মাত্রা ওঠানামা করছে।
ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। মদন মিত্রে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে সি-প্যাপ দেওয়া হচ্ছে।