197
সাধনা দাস বসু : অতিমারীর এই সময়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বিনামূল্যে অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আগ্রহী ছাত্র-ছাত্রীরা এই মাসের ২৪ তারিখের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে।
করোনা অতিমারীর এই সময়ে যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তখন অভিনব এই উদ্যোগ নিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ।
ক্লাস শুরু হবে ২৬মে থেকে । শনি ও রবিবার বাদ দিয়ে প্রতিদিন ক্লাস হবে সকাল আটটা থেকে দশটা এবং সন্ধ্যে সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত।
বিস্তারিত জানতে rkmrcxi11@gmail.com এ যোগাযোগ করতে বলা হচ্ছে।