প্রকাশিত নিট ইউজি ফলাফল, এক মাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা

মেডিক্যাল স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। চলতি বছরের ৫৬৬টি শহরের ৫,৪৬৮টি কেন্দ্রে ৪ মে পরীক্ষা হয়েছিল। এ বার নাম নথিভুক্ত করেছিলেন ২,২৭,৬০৬৯ জন, পরীক্ষা দেন ২,২০,৯৩১৮ জন। পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৯৬৫৯৯৬ জন, মহিলা ১৩১০০৬২ জন এবং রূপান্তরকামী ১১ জন। এক মাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা হল।

মেধা তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন তিনজন। ষোড়শ স্থানে রচিত সিংহচৌধুরি, ২০ তম স্থানে রূপায়ন পাল এবং ৬৭ তম স্থানে অনীক ঘোষ।

ফলাফল জানা যাবে neet.nta.ac.in এবং nta.ac.in ওয়েবসাইটে। রেজাল্ট পাওয়া যাবে উমঙ্গ অ্যাপ ও ডিজিলকার থেকেও। এ বছর পরীক্ষার্থীদের ই-মেলেও পাঠানো হবে স্কোরকার্ড।

গত বছরের প্রশ্নফাঁস বিতর্ক এড়াতে এ বার বাড়তি সতর্কতা নিয়েছিল এনটিএ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক