প্রথম পাতা খবর নয়া মোড় পাঞ্জাবের রাজনীতিতে, দিল্লিতে অমিত শাহ-অমরিন্দর সিং সাক্ষাৎ, বাড়ছে জল্পনা

নয়া মোড় পাঞ্জাবের রাজনীতিতে, দিল্লিতে অমিত শাহ-অমরিন্দর সিং সাক্ষাৎ, বাড়ছে জল্পনা

76 views
A+A-
Reset

ডেস্ক: দিল্লিতে অমরিন্দর সিং আসতেই জল্পনা চড়ছিল তাঁর সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে। এই সমীকরণের মাঝেই হাইভোল্টেজ জল্পনা তুঙ্গে তুলে অমিত শাহের বাসভবনে যেতে দেখা যায় অমরিন্দর সিংয়ের কনভয়কে। তিনি এবার গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা ছড়িয়েছে। পঞ্জাবে গেরুয়া শিবিরকে শক্তিশালী করতে ক্যাপ্টেনকেই তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চাইছে বিজেপি, এমন আলোচনাও চলছে বিভিন্ন মহলে।


এদিনের এই  সাক্ষাৎকারকে ঘিরে কোনও শিবিরই বিশেষ মুখ খুলতে চায়নি। তবে অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা রবীন ঠাকরাল জানান, উনি ব্যক্তিগত কাজে দিল্লি এসেছেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করবেন তিনি। অযথা জল্পনা বাড়ানোর দরকার নেই। তিনিই এদিন বলেছেন, “অমিত শাহের সঙ্গে এটা সৌজন্য সাক্ষাৎ।” কিন্তু স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ ঘিরে বেড়েছে জল্পনা।

আরও পড়ুন: মোদীকে বাঙালি বিদ্বেষী, বিজেপিতে সম্মান পান না বাংলার সাংসদরা! তোপ বাবুলের


এখনও পর্যন্ত সূত্রের যা খবর, তাতে জানা গিয়েছে, যদি বিজেপিতে অমরিন্দর যোগ দেন, তাহলে সম্ভবত নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তিনি জায়গা পাবেন। সেই ক্যানভাসকে সামনে রাখলে স্পষ্ট হচ্ছে ২০২২ সালে পাঞ্জাবে বিধানসবা নির্বাচনে বিজেপির রোডম্যাপ। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.