বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করা অডিও ঘিরে নতুন বিতর্ক—অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাঁর ঘনিষ্ঠরা।
অডিওটিকে আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র মাধ্যমে তৈরি বলে দাবি করলেন কেষ্টর ‘ছায়াসঙ্গী’ দেবব্রত সরকার। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই অডিও পুরোপুরি ভুয়ো। কেষ্টদা ফোনই করেননি। এটা ষড়যন্ত্র।”
শুক্রবার ভাইরাল হওয়া অডিওর ভিত্তিতে পুলিশ অনুব্রতর বিরুদ্ধে চারটি ধারায় মামলা দায়ের করেছে, যার মধ্যে দু’টি জামিন-অযোগ্য। রবিবার সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছিল অনুব্রতকে, কিন্তু তিনি না গিয়ে নিজের প্রতিনিধিকে পাঠান। দেবব্রত জানান, “কেষ্টদা শয্যাশায়ী, শরীর খারাপ।”
এই নিয়ে দ্বিতীয় দিনের মতো পুলিশের ডাকে সাড়া দিলেন না অনুব্রত। যদিও তাঁর অনুপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।
তদন্তে পুলিশ কি এই অডিওর ফরেনসিক যাচাই করবে, তা এখন দেখার। তবে কেষ্ট-ঘনিষ্ঠদের দাবি, অডিও ভুয়ো প্রমাণিত হলে অনেক কিছু সামনে আসবে।