105
জামাইষষ্ঠীর দিনে খুশির খবর! মা হলেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী। পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি। বাবা হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শহরের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম হয়েছে। জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।
২০২৩-এর শেষের দিকে ভালবেসে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। এবার নতুন দায়িত্ব পালনের পালা। সন্তান জন্মের আনন্দে আপ্লুত পরমব্রত।
ভ্যালেন্টাইন্স ডে পার হওয়ার পরই সন্তানের আগমনের আভাস দিয়েছিলেন পরমব্রত-পিয়া। পিয়া জানিয়েছিলেন, জুন মাসেই আসতে পারে নতুন অতিথি। ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে সেই সুখবর ভাগ করে নিয়েছিলেন দু’জনেই। আজ, জুনের শুরুতেই, সেই খুশির পরিণতি—দম্পতির জীবনে এল নতুন সদস্য।