নয়া মন্ত্রিসভায় তেজস্বীকেই বেশি পদ ছাড়লেন নীতীশ

বিহারে অষ্টম বারের জন্যে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার। ডেপুটি হয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব।তাঁরা শপথ নেওয়ার ঠিক এক সপ্তাহের মাথায় গঠন হল বিহার মন্ত্রিসভা। মহাগঠবন্ধন জোটের মোট ৩০ জন বিধায়ককে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।আরজেডি ১৬ টি দফতর পেয়েছে বলে জানা গিয়েছে। জনতা দলের রয়েছে ১১ টি দফতর। এদিন প্রথমেই বিজয় চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব, তেজ প্রতাপ যাদব, কংগ্রেসের আফাক আলম এবং অলোক মেহতা মন্ত্রী হিসেবে শপথ নেন। রাজ্যপাল ফাগু চৌহান পাঁচজনকে পদ ও গোপনীয়তার শপথ পড়ান।
আরজেডি থেকে সম্ভাব্য মন্ত্রীরা হলেন তেজ প্রতাপ যাদব, সুরেন্দ্র যাদব, ললিত যাদব, কুমার সর্বজিৎ, সুরেন্দ্র রাম, শাহনওয়াজ আলম, সমীর মহাশেঠ, ভারত মণ্ডল, অনিতা দেবী এবং সুধাকর সিং।

আরও পড়তে পারেন: ITBP জওয়ানকে নিয়ে কাশ্মীরে খাদে বাস, মৃত ৭

Related posts

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা