ডেস্ক: এক দিকে ভোটের উত্তাপ অন্যদিকে ভূমিকম্পের আতঙ্ক পাহাড় থেকে সমতলে। ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কম্পনের মৃদু প্রভাব পড়েছে কলকাতাতেও। সল্টলেকে অনুভূত হয়েছে কম্পন। প্রবল কম্পন অনুভূত হয় ডুয়ার্স, আলিপুরদুয়ার, রায়গঞ্জে।
আরও পড়ুন: ‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও আরও বেশি উন্নতি হবে’: জয়া বচ্চন
ভূমিকম্পের উৎসস্থল ছিল লাচুং থেকে ৫১ কিলোমিটার দূরে। বেশ কয়েক সেকেন্ড এই কম্পন স্থায়ী হয়। কম্পন অনুভূত হয় সিকিম, ভূটান ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে। বাংলায় কম্পনের মাত্রা ৬.১ হলেও উৎসস্থল সিকিমে কম্পনের মাত্রা ছিল কম। সিকিমে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ ছিল বলে জানানো হয়।কম্পনের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।